চট্টগ্রামে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করায় ৬ প্রতিষ্ঠান এবং জেলার হাটহাজারীতে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত- চট্টগ্রাম বু্যরো জানায়, আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্ন মানের পণ্যের উপর নামিদামী ব্র্যান্ডের স্টিাকার লাগিয়ে বিক্রিসহ নানাবিধ অভিযোগে চট্টগ্রামে ৬টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। বুধবার নগরের কাজীর দেউড়ি বাজারে জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উলস্নাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উলস্নাহ বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন বাজার তদারকি অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা উচ্চমূল্য নির্ধারণ করে ও শর্ত আরোপ করে দেওয়ায় তারা বাধ্য হয়ে সেই দামে বিক্রি করেন। সচেতন মহল মনে করছেন, পাইকারদের ওপরও নিয়মিত তদারকি চালানো হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। এদিকে জরিমানা হওয়া কিছু ব্যবসায়ী তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রম্নতি দিয়েছেন। সাধারণ ক্রেতারা রমজানকে কেন্দ্র করে পাইকারি থেকে খুচরাসহ সকল স্তরে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হাটহাজারীতে সয়াবিন তেল গুদামজাত, অতিরিক্ত মূল্য বিক্রি, সড়ক দখল করে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন আসন্ন রমজান উপলক্ষ্যে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় রোধে উপজেলার সরকারহাট বাজারে বাজার মনিটরিংয়ে এ জরিমানা প্রদান করেন। সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় অন্তু পাল ও রাকেশ পাল নামে দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।