উখিয়ায় যুবদল নেতাকে চুরিকাঘাত ও মোটরসাইকেল আগুন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া সোনার পাড়ায় আবু তাহের (৪২) নামক এক যুবদল নেতাকে চুরিকাঘাত করে হত্যার অপচেষ্টাসহ মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়ন মুনাফ মার্কেট এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত যুবদল নেতা, জালিয়াপালং ইউনিয়ন যুবদলের উত্তর মসাংগঠনিক শাখার মৎস্যজীবী বিষয়ক সম্পাদক। স্থানীয় বিএনপি নেতা ফজল কাদের চৌধুরী জানান, রাতের আঁধারে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। ওই সময় যুবদল নেতা আবু তাহের মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে তার গতিরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি চুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। তিনি মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়। স্থানীয়রা আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে আহত তাহেরকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছে। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।