দুর্গাপুরে টিকার সরঞ্জাম গেলেও যাননি স্বাস্থ্য সহকারী টিকাবঞ্চিত শিশুরা
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি স্বাস্থ্য সহকারী। যে কারনে টিকা দেওয়া হয়নি ওই এলাকার শিশুদের। ফলে হাসপাতালেই ফিরে এসেছে সব টিকার সরঞ্জাম। এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে। সেখানের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। তবে তার দাবি সেখানের দায়িত্ব থাকার বিষয়টি তার জানা নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার এক লিখিত অফিস আদেশে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর দায়িত্ব বাতিল করে গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয় মো. হযরত আলীকে। এরপর চলতি বছরের জানুয়ারি মাসের ১২ তারিখে এক মাসের ছুটিতে যান মো. হযরত আলী। ছুটি শেষের পর যোগদান করেন চলতি ফেব্রম্নয়ারী মাসের ১২ তারিখ এবং গত রোববার শিশুদের টিকাদানে কার্যক্রমে ওই ওয়ার্ডের টিকা প্রদানের কথা থাকলেও সেখানে যাননি তিনি। ফলে হাসপাতাল থেকে পাঠানো সব টিকাসহ সরঞ্জাম হাসপাতালেই ফেরত এসেছে। যার কারণে সময়মতো টিকা পায়নি ওই এলাকার শিশুরা। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গেলে কথা হয় গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা আমিনা খাতুনের সঙ্গে। তার ৩ মাসের শিশু সন্তানকে টিকা দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। তবে টিকা প্রদানকারীরা এই কার্যক্রম না করায় দেওয়া হয়নি টিকা।
স্বাস্থ্য সহকারী হযরত আলী জানান, টিকা প্রদানে ওই ওয়ার্ডে ওইদিন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার জানা নেই। একমাস ছুটি শেষে যোগদানের ৪ দিন পর আবারও ছুটি নেওয়ার প্রশ্নের উত্তরে বলেন, শারীরিকভাবে অসুস্থ, তাই এখন ২১ দিনের ছুটি নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তী বলেন, 'আবারও ছুটি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। ভ্যাকসিন ফেরত এসেছে। বিষয়টি আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করব।'