লক্ষ্ণীপুরের রামগঞ্জ পুলিশের তালিকাভুক্ত ১৩টি মামলার পলাতক আসামি রফিকুল ইসলাম প্রকাশ রবিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে রায়পুর ও ফরিদগঞ্জ সড়কের রাখালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ এক রাউন্ড গুলি ছুঁড়লে রবিন গুলিবিদ্ধ হন।
রবিন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের শামসুন নুর পাটোয়ারীর ছেলে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার রাখালিয়া বাজারের অদূরে একটি দোকানে রবিনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন তিনি। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে রবিন আহত হন। এরপার তাকে একটি বিদেশী পিস্তল, ২রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, রবিনের বিরুদ্ধে বিগত বছরগুলোতে অস্ত্র, খুন, ডাকাতি, দসু্যতা, অপহরণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, চাঁদাবাজি ও অন্যান্য ধারার ১৩ মামলা রয়েছে।