ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামের স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফেনী প্রতিনিধি
ফেনীর পতিত গডফাদার নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৮টি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা একটি ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ৩০টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ৬ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ৮টি ফ্ল্যাট, খাগড়াছড়িতে ১৫ একর জমি, কেরানীগঞ্জে ৬০ শতাংশ জমি, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ জমি, গাজীপুরে ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে চারতলা ভবন রয়েছে।
এ ছাড়া অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের পিস্তল এবং মেঘনা ব্যাংক, গেস্নাবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংকের ৩০টি ব্যাংক হিসাবে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
এ ছাড়াও স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজের ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজের ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের ৫ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এন এন ফিশারিজ অ্যান্ড হ্যাচারি ও ব্যবসায়িক মূলধন ৮০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে গত ২৮ নভেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজাম হাজারী উলেস্নখ করেছেন তার স্ত্রীর মাসিক আয় ১ কোটি ৪ লাখ ১৩ হাজার ৫৮৫ টাকা। নগদ ও ব্যাংকে রয়েছে ১৯ কোটি ২৯ লাখ ৮২১ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে শেয়ার রয়েছে স্ত্রীর নামে ৪ কোটি ১০ লাখ ৫ হাজার টাকার। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ২২৫ টাকার।
স্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর রয়েছে (অর্জনকারী সময়ের মূল্যে ) ১৩ কোটি ১২ লাখ ৬২ হাজার ৭২৫ টাকা মূল্যের ২টি ফ্ল্যাট, ১টি ৫ তলা ভবনসহ ২৫ শতাংশের মতো অকৃষি জমি,২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের মৎস্য খামার এবং ৮ কোটি টাকার ব্যবসা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফেনী পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে মেয়র হন তিনি। এর তিন বছরের মাথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার ও আট বছরের মাথায় দ্বিতীয়বার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নিজাম হাজারী।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, 'মাস্টারপাড়ার হিন্দুদের জায়গা দখল করে নিজাম হাজারী হাজার কোটি টাকার বাগানবাড়ি তৈরি করেছেন।'
গত ১৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মোহাং নূরুল হুদা। তার আগে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা ও অন্তত ৩০০ জনকে আহত করেছিল নিজাম হাজারী ও তার সাঙ্গপাঙ্গসহ দলীয় ফ্যাসিস্টরা।