নকলায় অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ, পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট বিল্ডিং চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গ্রন্থমেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, নকলা থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা জামায়েত ইসলামীর আমীর মো. গোলাম সারোয়ার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারবর্গরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।