চট্টগ্রামে বিএনপির ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এফ এ সেলিম। সঞ্চালনায় ছিলেন- ৪৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহ। প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইস্কান্দর মির্জা, কামরুল ইসলাম, মনজুর আলম মঞ্জু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, জাফর আহমদ, আশ্রাফুল ইসলাম, আলমগীর, ইউসুফ, মান্নান, বাতেন প্রমুখ।