বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় নিহত আট, আহত ২০

স্বদেশ ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সড়ক দুর্ঘটনায় সাত জেলায় নিহত আট, আহত ২০
সড়ক দুর্ঘটনায় সাত জেলায় নিহত আট, আহত ২০

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, যশোরের অভয়নগর, রাজশাহীর চারঘাট, টাঙ্গাইলে দেলদুয়ার, চট্টগ্রামের হাটহাজারী ও রাজশাহীর গোদাগাড়ীতে এসব হতাহতের ঘটনা ঘটে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। বুধবার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক-(১৮) ও নবীনগর উপজেলার দুরাইন গ্রামের হাজি ইব্রাহিম মিয়ার ছেলে মোকাদ্দেস মিয়া-(৭০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের জানান, ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে সকালে মোটর সাইকেল মেরামত করতে চিনাইর যান। সেখানে মেরামত করার পর মোটর সাইকেল মেকানিক ফজলে রাব্বিসহ ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিরছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাসের সঙ্গে ধাক্কায় মোটর সাইকেলটি পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

অপর দিকে, সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া তার স্ত্রীসহ আখাউড়ার খড়মপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে অটোরিকশায় ফেরার পথে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোকাদ্দেস মিয়া। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের মাল পরিবহনকারী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপেস্নক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মসজিদে আঘাত করেছে। এতে ঘটনাস্থলে একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ জন যাত্রী। মঙ্গলবার বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল চালক সুকদেব দাস (৪৭) উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের শুভ চন্দ্র দাসের ছেলে। তিনি একজন টায়ারের ব্যবসায়ী ছিলেন। আহত বাসযাত্রীরে মধ্যে যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের রিনা বেগম (৪৪), একই উপজেলার রূপদিয়া বাজারের তুরাব আলী (৬৪) ও বাসের হেলপার নাসিম হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ পাঁচজন জেলে আহত হয়েছে। গত মঙ্গলবার ভোর সাড়ে চারটায় উপজেলার সাদিপুর নিজ গ্রামে থেকে প্রতিদিনের মত রাওথা মাছ ধরার জন্য ভ্যানযোগে যাওয়ার সময় বানেশ্বর থেকে বাঘাগামী মহাসড়কে পুলিশ ফায়ারিং নিকটে পৌছালে বানেশ্বর থেকে বাঘাগামী মহাসড়কে পাথর ভর্তি ট্রাকটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে আহতরা হলেন সাদিপুর গ্রামের ধীরেন্দ্রনাথ ছেলে মুকুন্দ(৫৫),মৃত আক্কাস আলীর ছেলে আনারুল (৫৫), কোরবান আলীর ছেলে মহিনুর (৩২), মাইদুল ছেলে রমজান(৩৭) ও শ্রী অমুল্য ছেলে অমিত (২০) তাদের উভয়ই বাড়ি সাদিপুর গ্রামে।

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নামক স্থানে বুধবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপ চালক রাশেদ (৩৪) ঘটনাস্থলেই মারা যান। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

অপরদিকে সকাল সোয়া ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাথরাইল বটতলা নামক স্থানে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মুদি দোকানদার বেলস্নাল হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বেলস্নাল হোসেন উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উভয় ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি যাত্রী ব্যাংকার কামরুল ইবনে হাসান (৩৯), মো. ভুট্টু (৪০) ও বিদু্যতপৃষ্ট হয়ে মোরশেদুল আলম (২৫) নামে তিনজন মারা গেছেন। নিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডা দরবার শরীফ এলাকার বড় বাড়ীর মোহাম্মদ হাসানের পুত্র ও ভুট্টু একই উপজেলার পাইনদং এলাকার ও মোরশেদ হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট ঘাটকুল এলাকার নুর মিস্ত্রির বাড়ির মৃত মাহাবুল আলমের পুত্র।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে হাটহাজারী মেডিকেল গেইটস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়িমুখী একটি (অজ্ঞাত) বাসের সাথে চট্টগ্রামমূখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামরুল ঘটনাস্থলে ও একই উপজেলার পাইন্দং এলাকার ভুট্টু চমেক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন সকাল সোয়া এগারটার দিকে হাটহাজারী পৌর এলাকা মিরেরহাট ওয়েডিং পার্ক নামে একটি কমিউনিটি সেন্টারে সকাল পাইপ ফিটার (মেরামত) এর কাজ করতে গিয়ে ভবন ঘেঁষা বৈদু্যতিক তারের সাথে লেগে অপরজন মারা যান।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের মলিস্নকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আনিকুল ইসলাম (৪০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে