বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

'কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে'

রাজশাহী অফিস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে'
রাজশাহীতে জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মাদ আক্তার জামীল -যাযাদি

সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টে তরুণদের ব্যবহৃত না হওয়ার পরামর্শ দিয়ে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মাদ আক্তার জামীল বলেছেন, কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে। তাদের না বলতে হবে। রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে 'শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা' শীর্ষক জনসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বিকালে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' স্স্নোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মাদ আক্তার জামীল।

প্রধান অতিথির বক্তৃতায় আক্তার জামীল বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে বড়রা। কিন্তু তাদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়। আমরা খারাপ কাজ থেকে দুইভাবে নিবৃত হতে পারি। প্রথমত: বই পড়ে, দ্বিতীয়ত: কোনো প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়ে।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিলস্নুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে