ডেভিল হান্ট: সাত জেলায় গ্রেপ্তার ৫৮

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
অপারেশন ডেভিল হান্টের অভিযানে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম, ভোলা, নোয়াখালী, নারায়ণগঞ্জ আড়াইহাজার, সুনামগঞ্জের তাহিরপুর, চন্দনাইশ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. ইউসুফ (৫১), মো. নুর ইসলাম প্রকাশ রিপন (২০), মো. রিফাত (১৯), মো. ইয়াসিন আরাফাত (১৯), মো. কামাল (৪২), ইমন (২৭), মো. তারেক (৩৪), মো. জাকারিয়া (৩৬), মো. রুবেল (২৫), মো. আব্দুলস্নাহ (২০), জাহিদ হাসান (২১), মো. শরিফ (২৮), মো. ইসমাইল (১৯), মো. সুজন (৩৩), আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জালাল (২৬), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন (৩৯), মেহেদী হাসান সানজিম (২৫), মো. তৈহিদুল ইসলাম (৩০), আব্দুল শুক্কুর (২৮), মো.রুবেল (২০), মো.আরিফ হোসেন (১৯), মোহাম্মদ নাইম উদ্দিন (২৪), আলমগীর হোসেন (৩২), মো.বেলাল হোসেন প্রকাশ রুবেল (৩৫) প্রমুখ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকে আট করা হয়েছে। বুধবার ভোরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম ও চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাইনুল হাওলাদার, ফয়েজ হাওলাদার, ফরিদ তহশিলদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পুলিশের পৃথক অভিযানে নাশকতার আশঙ্কায় ভোলার দৌলতখান উপজেলার যুবলীগ নেতা মো. হাসনাইন ও লালমোহন উপজেলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রলীগের সভাপতি ফাহিম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা মডেল থানার ওসি আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ, দৌলতখান থানার ওসি জিলস্নুর রহমান ও লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে গত ২৪ আরও ৫ জনকে গ্রপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌপুলিশ এ অভিযান পরিচালনা করে। এ নিয়ে গত ১০ দিনে নোয়াখালীতে যৌথ অভিযানে মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হলো। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। তাদের বুধবার দুপুরে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে ফাইজুল ইসলাম ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে ফতুলস্নার সস্তাপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে শ্রীপুর দক্ষিন ইউনিয়নের মানিকখিলা গ্রাম পার্শ্ববর্তী 'বাদে কানা মিয়া' জলমাহাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তাহিরপুর সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা। জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করে অস্তিতীশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে গত ১৬ ডিসেম্বর তাহিরপুর থানায় একটি মামলা হয়। সে ঘটনায় শাহিনুর তালুকদারের সংশ্লিষ্টতা রয়েছে। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ৩নং ওয়ার্ডস্থ ছৈয়দাবাদ এলাকা থেকে ১ হাজার ৬৫ ইয়াবা ও নগদ ৮০ হাজার ৯২০ টাকাসহ আব্দুর রহমান (৫৫ ) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার ভোর রাতে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ওই এলাকার হাজী আলী আহমদের ছেলে। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত সন্ত্রাসী চক্র তাহিন গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ (গোপালগঞ্জ) এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।