বরিশালের শেবাচিমে শিক্ষক সংকট নিরসন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন -যাযাদি
তৃতীয় দিনের মত চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপিস্নট শাটডাউন কর্মসূচি। এ কর্মসূচির পাশাপাশি বুধবার দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে বান্দরোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
কলেজে শিক্ষকদের ৩৩৪টি পদের মধ্যে ১৪৬টি পদে শিক্ষক রয়েছে, বাকি ১৮৮ পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকট নিরসন ইসু্যতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নীরব ভূমিকার প্রতিবাদে কমপিস্নট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা। শিক্ষক সংকট নিরসন ইসু্যর মতো যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
মেডিকেল কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাঈম বলেন, শিক্ষক সংকট ইসু্যতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচির কারণে মেডিকেল কলেজে ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তারা কলেজের প্রধান ফটকগুলোতে তালা দিয়ে কমপিস্নট শাটডাউনের ব্যানার টানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, গত ১৭ ফেব্রম্নয়ারি আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়ে কলেজ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরকে দাবির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি কোনো উদ্যোগ নেননি।
শিক্ষক সংকটের কথা স্বীকার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং তাদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। দ্রম্নত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগরে নবীর সুন্নত অবমাননাকারী প্রতিবাদে দাড়ি ছেঁড়ার ঘটনার বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য উজ্জ্বল মিয়ার নেতৃত্বে দলবদ্ধভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে, জলুষা গ্রামের তৈয়ব আলী (৬৫) কে দাড়ি ছিঁড়ার অভিযোগ উঠেছে। ঘটনার সুবিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার বিকেলে চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের স্থানীয় কয়েকশ' লোকের উপস্থিতিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।