ভেড়ামারায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এদিকে, কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পলস্নীতে স্বামী ফরিদ উদ্দিন হাতে স্ত্রী রাবেয়া বেগম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর স্বামী ফরিদ উদ্দিন আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য স্বামী ও স্ত্রীর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফারাকপুর গোরস্থান সংলগ্ন এলাকায় ফরিদ উদ্দিন বাড়িতে দুপুর ১টার সময় তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে ফরিদ উদ্দিন ছাপড়া ঘর থেকে স্ত্রী রাবেয়া বেগম (৬০) কে বিছানা থেকে উদ্ধার করে। ফরিদ উদ্দিনকে (৭০) ডাবের সাখে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। রাবেয়া বেগম গলায়সহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। স্বামী ফরিদ উদ্দিন হাতে স্ত্রী রাবেয়া বেগম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর স্বামী ফরিদ উদ্দিন আত্মহত্যা করেছে। ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন ও রাবেয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাবেয়া বেগম গলায়সহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন থেকে অপহরণের একদিন পর মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় হাসান মুরাদ (২৬) নামে এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে মাতামুহুরী নদীর কন্যারকুম নামক এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান মুরাদ উপজেলার শাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের বড় ছেলে। নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র (সিংহ) লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে স্থানীয়রা মাতামুহুরি নদীর কন্যারকুম এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। চকরিয়ার বদরখালীস্থ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র (সিংহ) বলেন, নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু ধারণা করা সম্ভব হচ্ছে না, তবে লাশের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।