হরিণাকুন্ডুর শড়াতলা গ্রাম

বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশ নিষিদ্ধ করে পোস্টার

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
'সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হলো। যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হবে এবং তাদের পিতামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হকার ও তৃতীয় লিঙ্গের মানুষদেরও গ্রামে প্রবেশ নিষিদ্ধ করা হলো'-এসব উলেস্নখ করে একটি স্ট্যাম্প পোস্টার সাঁটানো হয়েছে। ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা গ্রামের সমাজপতিরা এমন পোস্টার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দিয়েছেন। আর এই পোস্টার ঘিরেই গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমাজপতিদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা। তারা বলছেন, এটা বেআইনি। তবে গ্রামের মানুষ এ বিষয়ে কথা বলতে না চাইলেও কেউ কেউ বলেছেন এটি ভালো উদ্যোগ। খোঁজ নিয়ে জানা গেছে, নোটিশে উলেস্নখ করা হয়েছে, গ্রামের ৯৫ ভাগ মানুষ শিক্ষিত। ২০ জনের মতো সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে। নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে গ্রামবাসী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।' নোটিশের শেষ অংশে 'গ্রামবাসীর পক্ষে' ১৯ জন সই করেছেন।