সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
সিআইইউ'তে বসন্তবরণ
ম চট্টগ্রাম বু্যরো
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে অনুষ্ঠিত হয়েছে 'বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪৩১'। নগরের জামাল খানস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার, ক্লাবের আহ্বায়কড. রোবাকা শামসের, অনুষদের ডীন, রেজিস্ট্রার ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের বলেন, বসন্ত মানেই উৎসবের আমেজ। আর সিআইইউ এমন উৎসব আয়োজনের মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে।
ক্রীড়া প্রতিযোগিতা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
মঙ্গলবার আটঘরিয়া উপজেলা সদরের দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন এসিল্যান্ড সানজিদা মুস্তারী, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা মায়া, কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলস্নুর রহমান, আটঘরিয়া সাংবাদিক সমিতি সভাপতি ও সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক আব্দুস সাত্তার মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
উঠান বৈঠক
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য আপা অফিসের আয়োজনে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার ভোঁপাড়া ইউনিয়নের তেঘর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, তথ্য আপা অফিসার দিলরুবা জান্নাত, স্থানীয় ইউপি সদস্য মো. বিপস্নব, সাংবাদিক ফরিদুল ইসলাম প্রমুখ।
বকনা বাছুর বিতরণ
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১৬জন প্রান্তিক জেলেদের এসব গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, মেরিন ফিশারিজ অফিসার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সংস্কারকাজ উদ্বোধন
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক, মসজিদের মতোয়ালস্নী পরিবারবর্গ ও মুসলিস্নদের নিয়ে মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পূর্ণ সংস্কার কাজের উদ্বোধন করেন আওলাদে রসূল আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মাওলা হুজুর শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী(ম.)। গত সোমবার বাদে আছর এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আরেফিন মাইজভান্ডারী (ম.), অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী (ম.), মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজভান্ডারী (ম.), সৈয়দ সাকলাইন মাহমুদ, মোহাম্মদ তৌহিদুল আলম মেম্বার। মতোয়ালস্নী পরিবারের সৈয়দ নাছিরুল আলম মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম প্রমুখ।
খাদ্যবিষয়ক কর্মশালা
ম ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'মৌলিক স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঔওঈঅ-ঝঞওজঈ প্রকল্পের আয়োজনে এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়েছে।
এসময় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. শাম্মি আখতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঔওঈঅ-ঝঞওজঈ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসামি সাকাই এবং ন্যাশনাল টিম লিডার মাসুদ আলম। প্রকল্পের কনসালটেন্টগণ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন।
চবিতে সেমিনার
ম চবি প্রতিনিধি
শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ ও হতাশার মতো চরম সংকট মোকাবিলা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হবে 'স্কুল অব হ্যাপিনেসথের একটি ব্যতিক্রমধর্মী মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সেমিনার। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন স্কুল অব হ্যাপিনেসের প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা বাড়ছে, যা আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় ্তুডধু :ড় ডবষষ-নবরহম্থ একটি সমন্বিত পস্ন্যাটফর্ম হিসেবে কাজ করবে।
পিঠা উৎসব
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। আজ মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা ২২টি স্টলে সাজিয়েছিলেন পিয়াসা, পাটি সাপটা, আন্দসা, চিতই, ভাপা, পুলি, সরু, মালাই রোলসহ শতাধিক রকমারী পিঠা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকসহ কলেজের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
গ্রাজুয়েশন কর্মসূচি
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় এপির আয়োজনে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা অডিটোরিয়ামে কচুয়া এপি ম্যানেজর এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ,। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আলী,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
ইসলামিক কর্নার
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার পূবালী ব্যাংক শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নার শুরু করা হয়েছে। ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় সোমবার এ ইসলামিক কর্নারের শুরু করা হয়। সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও পূবালী ব্যাংক রবিরবাজার শাখার ব্যবস্থাপক হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যাবস্থাপক মুসফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যাবস্থাপক সারওয়ার আলম, সমাজসেবক নবাব আলী ওয়াজেদ খান বাবু, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল আজিজ প্রমুখ।
দ্বি-বার্ষিক নির্বাচন
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন সৈয়দপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার পার্বতীপুরের সড়কের সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের দিনে শুধু ২টি পদ সাধারণ সম্পাদক ও সহ-সাধারন সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে হাকিফুল ইসলাম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম খোকন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি বদরুল আলম অনু, সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে নূর আলম সরদার নিলয়, সাংগঠনিক সম্পাদক জাহানুর আলম রানা, দপ্তর সম্পাদক শাহিবুল আলম লেবু, প্রচার সম্পাদক মুকুল হোসেন ও সদস্য আব্দুল করিম।
ভিডিও প্রদর্শনী
ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং- ইশানিয়া ইউনিয়নে মঙ্গলবার বে-সরকারী প্রতিষ্ঠান ইএসডিও'র সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী করা হয়েছে। মঙ্গলবার মুরারীপুর উচ্চ বিদ্যালয় হলরুমে ইশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল রায় বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফয়জুল হক, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি সদস্য যথাক্রমে আবদুল কুদ্দুস, মো. শাহজালাল, গোকুল রায়, সমাজসেবী মোঃ শ্যামল, ইএসডিও'র উপজেলা কডিনেটর মৌসুমী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
মেশিন বিতরণ
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ১১টি দুগ্ধ উৎপাদনকারী (পিজি) দলের মধ্যে ঘাসকাটা মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিনামুল্যে এসব মেশিন বিতরণ করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মীর মো. আল কামাহ্ তমাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শাহানুর আলমসহ লাইভস্টোক সার্ভিস প্রোভাইডাররা।
শিক্ষাপদক প্রতিযোগিতা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। পরে বিকালে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউএনও এনএম ইশফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, শিক্ষক সমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, জুলিয়াস জামান, কুদরতে খোদা পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠিত
ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সম্মানিত সাংবাদিকদের সঙ্গে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনিত প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি- অ্যাডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মুক্তিযোদ্ধা কমপেস্নক্সের হল রুমে উজেলা জামাতের আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মামুন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি ইয়াসীন খান। বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারী দিলোয়ার হোসেন, দিরাই উপজেলা জামাতের সেক্রেটারী আল আমীন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সজিব আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আফসার আহমদ।
সাইকেল বিতরণ
ম সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ১৪৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি ও ২৬ জন শিক্ষার্থীদের বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া ইউএনও মাজহারুল ইসলাম, এসিল্যান্ড গোলাম রব্বানী সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিহাদ, আব্দুল মমিন, নিস্তাক আহমেদ বিল্তু প্রমুখ।
সমন্বয় সভা অনুষ্ঠিত
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও আব্দুলস্নাহ আল রনীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ম্যানেজার সাইয়ে্যদ আহমদ, উপজেলা সমন্বয়কারী শাহরেজা আমিন। এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত বিধিমালা ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ের জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা সভা
ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী, শ্রীপুর থানার ওসি তদন্ত শামীম আহমেদ, শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আশরাফুলস্নাহ, উপজেলা প্রকৌশলী একে আব্দুস ছামাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, ইসলামি ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হেফাজতে ইসলাম শ্রীপুর উপজেলার সভাপতি মুফতি শামীম আহমেদ প্রমুখ।