বেলকুচিতে শক্রতার জেরে বাড়িঘরে হামলা, আহত ২

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রম্নতার জেরে লুটপাট, বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের আব্দুল মালেক সরকার ও নুরনবি সরকার নামে দুইজন আহত হন। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদরের দুই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনা উভয় পক্ষ থানায় মামলা করেছে। আহতরা হলেন- সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত লেবু সরকারের ছেলে আব্দুল মালেক সরকার (৫২) ও অপর পক্ষের একই গ্রামের মৃত জুরান সরকারের ছেলে নুরনবি সরকার। গত শনিবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সেনভাঙ্গাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতের ভাতিজা লিখন সরকার বাদী হয়ে ১২ জনের নাম উলেস্নখ করে বেলকুচি থানায় মামলা করেন। স্থানীয়রা বলেন, পুর্বের জেরে নুরনবি সরকারকে চরার মধ্যে মারপিট করে, এরপর নুরনবির লোকজন মালেক সরকারকে মারপিট ও বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। দিনে দুপুরে বসতবাড়িতে লুটপাট ও হামলার ঘটনায় আমরা গ্রামবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষীদের দ্রম্নত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, লুটপাট ও হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।