ধুনটে আ'লীগের মশাল মিছিলে বিএনপির ধাওয়া ও কয়েক বাড়িতে হামলা
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়েছে স্থানীয় বিএনপি। মিছিল করায় আওয়ামী লীগের কয়েক নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরও করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে ধুনট উপজেলা পরিষদের পাশে চারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ধুনট মডেল মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৫-২০জন নেতাকর্মী মুখে মাস্ক পরে ও হাতে মশাল নিয়ে জয় বাংলা শ্লোগানে মিছিল বের করে। তারা ধুনট-গোসাইবাড়ী সড়কের উপজেলা পরিষদের চারতলা এলাকায় এলে স্থানীয় বিএনপি তাদের ধাওয়া দেয়।
এদিকে আওয়ামী লীগের মশাল মিছিলের সংবাদ পেয়ে বিএনপি ও স্থানীয় কয়েকজন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, জিঞ্জিরতলা গ্রামের পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার ও সদরপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা রাব্বির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
এবিষয়ে ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে মশাল মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে সাধারণ জনতা তাদেরকে প্রতিহত করে। তবে কারো বাড়িতে হামলার বিষয়টি জানা নেই।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।