বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বোচাগঞ্জে হিমাগার খরচ কমসহ তিনদফা দাবিতে স্মারকলিপি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বোচাগঞ্জে হিমাগার খরচ কমসহ তিনদফা দাবিতে স্মারকলিপি

দিনাজপুরের বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বর্ধিতকরণ স্থগিতসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন প্রান্তিক কৃষক প্রতিনিধি দল। সোমবার ইউএনও মারুফ হাসানকে মাধ্যম করে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে যে তিনটি দাবি দেওয়া হয়েছে তা হল- হিমাগারের আলু সংরক্ষণের খরচ ২০২৫ স্থগিত করতে হবে। হাতে বা মাথায় ৫০কেজি ওজনের অতিরিক্ত বহন করা যাবে না, পচনশীল আলু হিমাগারে সংরক্ষণের ক্ষেত্রে 'বিধিটি' শিথিল পূর্বক খাদ্র দ্রব্য এর মূল্যে নিয়ন্ত্রনের লক্ষ্য সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কৃষকদের আলু ও আলু বীজ সংরক্ষণের অধিকার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে প্রান্তিক কৃষক প্রতিনিধি অ্যাডভোকেট সায়েম আহমেদ জানান, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৪ থেকে ১৫ টাকা। বর্তমান সময়ে আলুর বাজার নিম্নমুখী থাকায় অনেক বেশি লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। পক্ষান্তরে হিমাগার কর্র্তৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমে আলু হিমাগারে সংরক্ষণে বাড়তি ভাড়া নির্ধারণ করেছে। এমতাবস্থায় কৃষদের বাঁচাতে হলে হিমাগার সিন্ডিকেট ভাঙার পাশাপাশি প্রান্তিক কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে আলু ও আলু বীজ সংরক্ষণের অধিকার নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে