বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
চিকিৎসাবঞ্চিত উপজেলার দুই লাখ মানুষ

ফুলবাড়ীতে স্বাস্থ্য কমপেস্নক্সের ভবন আছে, জনবল নাই

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফুলবাড়ীতে স্বাস্থ্য কমপেস্নক্সের ভবন আছে, জনবল নাই

৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৭টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৪টি ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র থাকলেও চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এর মধ্যে পুরোপুরি বন্ধ হতে বসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম।

নাই পর্যাপ্ত চিকিৎসক ও জনবল ৭টি ইউনিয়ের মধ্যে আছে মাত্র দুইজন কমিউনিটি চিকিৎসক, ৯টি পরিবার কল্যান প্রদর্শিকা (এফডাবস্নম্নভি) পদের বিপরিতে কর্মরত আছে মাত্র তিনজন। জনবলের অভাবে কেন্দ্রগুলোর কার্যক্রমও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

এ কারনে পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশুস্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সীমিত স্বাস্থ্য পরিচর্যা এবং সাধারণ রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার ২ লাখ মানুষ।

জানা গেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৬টি স্বাস্থ্য উপকেন্দ্রের প্রত্যেকটিতে অনুমোদিত পদ রয়েছে ৪টি। এদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া এবং একজন পিয়ন কাম নৈশপ্রহরী।

প্রতিটি কেন্দ্রে ৬টি অনুমোদিত পদ থাকলেও ৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের ৪টিতেই নেই চিকিৎসা কর্মকর্তা। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আছেন দুই জন। ৯টি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বিপরিতে আছেন মাত্র ৩ জন। ৭টি ইউনিয়নের একটিতেও নেই ফার্মাসিস্ট। ৭টি ইউনিয়নে নেই পিয়ন কাম নৈশপ্রহরী এবং ৭টি ইউনিয়নে আয়ার পদ শূন্য।

চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া এবং পিয়ন কাম নৈশপ্রহরীর পদ শূন্য থাকায় খুড়িয়ে খুড়িয়ে চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম।

শূন্য পদের বিষয়ে উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার আজিজুল ইসলাম জানান 'মেডিকেল অফিসার নিয়োগ হয় অধিদপ্তর থেকে। এছাড়া দীর্ঘদিন থেকে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, পরিবার কল্যান পরিদর্শিকা ও চতুর্থ শ্রেণির পদগুলোয় নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফলে অচল তয়ে পড়েছে তৃন্যমুল মানুষের স্বাস্থ্য সেবার নিকটস্থ স্থান পরিবার কল্যান কেন্দ্র।'

শূন্য পদের বিষয়ে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আজিজুল ইসলাম বলেন, 'ক্লিনিক্যাল সাইডে কর্মীর স্বল্পতা আছে। ৯ জন পরিবার কল্যাণ পরিদর্শিকার মধ্যে আছে মাত্র ৩জন। শূন্য পদের তালিকা দিনাজপুর উপ-পরিচালক মহোদয়ের মাধ্যে রংপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। তিনজন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে টেনেটুনে ১টি পৌরসভাসহ ৭ইউনিয়নের কার্যক্রম চলছে।

দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা বলেন, দিনাজপুর জেলায় প্রায় ১৩৩টি পরিবার কল্যান প্রদশিকার পদ শূন্য রয়েছে, এ কারনে শূন্য স্থানে জনবল পুরন করা সম্ভাব হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে