খুলনায় আগুনে পুড়েছে ৫ দোকান
খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকান্ড পুড়ে ছাই ৩ হাজার মুরগি
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
খানসামা (দিনাজপুর) ও খুলনা প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় পোল্ট্রি মুরগির খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পার্শ্বে একটি পোল্ট্রি মুরগির খামারে এই ঘটনা ঘটেছে। এ সময় মুরগিসহ সকল স্থাপনা পুড়ে যায়।
এলাকার তিন ব্যক্তি বেলাল ইসলাম (৩০), রশিদ ইসলাম (৪০) ও হাচান (৩৫) যৌথভাবে এই খামার পরিচালনা করেন। ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মালিক বেলাল, হাচান ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার সকালে বৈদু্যতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগি ও সকল স্থাপনা পুড়ে ছাই হয়। পরবর্তী সময়ে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই মুরগির খামার মালিকরা দাবি করেন এই অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় আগুনে পুড়েছে ৫টি দোকান। মঙ্গলবার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় লেপ-তোষক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লেপ-তোষক তৈরির দোকান, এলপি গ্যাস, জ্বালানি কাঠ বিক্রির দোকানসহ ৫টি দোকানের সব কিছু পুড়ে ছাই হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে ১টার দিকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ১ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। স্থানীয়দের দাবি কমপক্ষে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।