বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বিএনপিতে সুযোগ সন্ধানিদের কোনো স্থান নেই :দুলু

নাটোর প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিএনপিতে সুযোগ সন্ধানিদের কোনো স্থান নেই :দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিতে সুযোগ সন্ধানিদের কোনো স্থান নেই। তারা দলে আসার জন্য অচেস্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত নাটোর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচয় ও কর্মী সভায় উদ্ধোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ৪২ বছর শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসীকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ পাটির সুদিনে সুযোগ সন্ধানি অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সব অপচেস্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানিদের কোনো ভাবে দলে স্থান দেওয়া যাবে না।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চলনায় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে