ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেছেন- 'আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই মিলেমিশে এ দেশে সম্প্রতির বন্ধন টিকিয়ে রাখতে হবে। এজন্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কোন ছাড় নেই।'
গত সোমবার সন্ধ্যায় নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন- সনাতনী সম্প্রদায়ের মঠ, মন্দির, উপসনালয়, আশ্রম, মহাশ্মশান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা অব্যাহত রাখা হবে। যে কোন সমস্যায় সবসময় পাশে প্রশাসন সহযোগিতা করবে।
এসময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বাবু ধনঞ্জয় দেবনাথের পরিচালনায় কমিটির পক্ষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মাস্টার রতন চৌধুরী। পরে ফটিকছড়ি থানার ওসি নূর আহমদের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৌজন্য সাক্ষাৎ করে। সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাবু রুপন ভৌমিক, অর্থ সম্পাদক বাবু জয়পদ চন্দ, সিনিয়র কর্মকর্তা বাবু ভজন নাথ, বাবু গুরুপদ শীল, বাবু মিলন নাথ, বাবু বরুণ কুমার আচার্য্য বলাই, অশোক কুমার চৌধুরী, শেখর কান্তি সরকার, বাবু বিধান চক্রবর্তী, মাস্টার প্রদীপ কুমার দে প্রমুখ।