রাজশাহীতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তার (৩০) আর নেই। কুমিলস্নায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনি। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসুমা আক্তারের বাবার বাড়ি নাটোরের গুরুদাসপুর। তার শশুর বাড়ি কুমিলস্নায়। মাসুমা রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেছেন। আর সাংবাদিকতা শুরু করেছেন ২০১৪ সাল থেকে। এখন টিভির রাজশাহী অফিসের সিনিয়র রিপোর্টার রাজিউল হাসান রাজিব বলেন, গত শুক্রবার বিকেলে মাসুমা ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিলস্নায় শশুর বাড়ি যাচ্ছিলেন। কুমিলস্নায় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তারা। এক সিএনজির সঙ্গে বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি এসে তাদের সামনে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ঘআগের সিএনজির ধাক্কায় তারা গুরুতর আহত হন।