বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে সচেষ্ট থাকব: আবু সুফিয়ান

চট্টগ্রাম বু্যরো
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে সচেষ্ট থাকব: আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, 'প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অবদান অনস্বীকার্য। বিগত ১৬ বছর আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভ্যানগার্ড হিসেবে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে লড়াইয়ে আমরা অবতির্ণ হয়েছিলাম, সে লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলকে রাজপথে সচেষ্ট থাকতে হবে। আগামীর নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল কাজ করবে।'

গত সোমবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এসব কথা বলেন। এ সময় নতুন কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এম. আবু বক্কর রাজু, আব্দুল হাই, আব্দুল মান্নান, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, মো. শহীদুজ্জামান, মহিউদ্দিন রুবেল, কাজী মহিউদ্দিন, জহুরুল ইসলাম জহির, এমদাদুল হক, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে