বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলো মিটারে ৮ দুর্ঘটনা

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলো মিটারে ৮ দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত আটটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টা থেকে ঘটা এসব দুর্ঘটনার কারণে দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টারলাইন পরিবহনের একটি বাস দ্রম্নতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন।

এর আধা কিলোমিটার দূরে একটি স্স্নিপার কোচ যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিলস্নাগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন যাত্রী আহত হন। অপরদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্ব পুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সূত্র আরও জানায়, সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দল, দাউদকান্দি-ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তিনটি রেকার নিয়ে এসে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। বর্তমানে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনা ঘটে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমাদের তিনটি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফেরাতে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে