ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে প্রাইভেটকারে রহস্যজনক আগুন
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারের পার্শ্ববর্তী স্থানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি প্রাইভেট গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭ টায় অগ্নিকান্ডের খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। মহাসড়কে বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করেন। পরে হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।
অগ্নিকান্ডের সময় গাড়িতে চালক বা যাত্রী কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজিদুর রহমান খালেদ। তিনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। গাড়িতে কোন লোক ছিল না। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে। অথবা গাড়ির চাকা বস্নাস্ট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। পুরাতন ও জরাজীর্ণ গাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক বলে দাবি স্থানীয়দের।'
শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাশ বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।'