ঝিনাইদহে আ'লীগ নেতাকে নিয়ে বিএনপি সভাপতির সেলাই মেশিন বিতরণ নেতাকর্মীদের মধ্যে সমালোচনা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সর্বশেষ উপজেলা পরিষদ ভোটে নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মাসুমকে নিয়ে সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। এ ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলেচানা সমালোচনার সৃষ্টি হয়েছে। গত রোববার জেলা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় বিধবা অসহায় অতি দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের ১৩, ১৪, ১৫ ও ১৬তম নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অফ কমার্স এর সভাপতি মোয়াজ্জেম হোসেন ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদল সভাপতি আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক আহসান হাবীব রনক। নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠনে তাদের বেশ খোশ মেজাজে দেখা যায়। এরকম একটি কয়েকটি ছবিসহ বিএনপি নিউজ ঝিনাইদহ নামে ফেসবুক পেজে আপ করা হয়। এরপর থেকে জেলার নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়। ইতিপূর্বে জেলা বিএনপি বিতর্কিত এ আওয়ামী লীগ নেতার অর্থায়নে ইফতার আয়োজন করে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ইফতার বর্জন করেন। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে এই আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ এ নিয়ে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সর্বশেষ উপজেলা পরিষদ ভোটে নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম জানান, 'আমি মানবিক ওই সংগঠনের অনেক আগে থেকেই সদস্য। আমি সদস্য বলেই সেখানে গিয়েছিলাম।' জেলা যুবদল সভাপতি ও আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক আহসান হাবীব রনক জানান, 'এটা মানবিক প্রতিষ্ঠান। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি চলে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে মিজানুর রহমান মাসুম ফাউন্ডার মেম্বার। নিয়মানুযায়ী তিনি নারীদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সভাপতি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এটাকে রাজনৈতিকভাবে দেখার কিছু নেই।'