বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ধর্ষক ও ডাকাতসহ ১০ জেলায় গ্রেপ্তার ২১

স্বদেশ ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ধর্ষক ও ডাকাতসহ ১০ জেলায় গ্রেপ্তার ২১
ধর্ষক ও ডাকাতসহ ১০ জেলায় গ্রেপ্তার ২১

নানা অপরাধে ১০ জেলা থেকে ধর্ষণ ও ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলায় ২১ জনকেে গ্রপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিলস্নার লাকসাম, পটুয়াখালীর বাউফল, দিনাজপুরের বীরগঞ্জ, খুলনার ডুমুরিয়া, বগুড়ার ধুনট ও যশোরের শার্শা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর সদর উপজেলায় কোচিংয়ে যাওয়ার সময় পথরোধ করে মায়ের সামনে থেকে অপহৃত স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে র?্যাব-১১। এ সময় অপহরণকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের নির্দেশে জেলা পাঠানো হয়। এর আগে, গত সোমবার বিকেলে উপজেলার নোয়াখালী মতিপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আবুল হোসেন হৃদয় (২৪) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে।

ফেনী প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ফেনীর যৌথ বাহিনীর সদস্যরা তাকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গত ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ৯ দিনে সোমবার পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য জামাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছের্ যাব।র্ যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক রোববার দিবাগত ভোররাতে চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ডাকাত জামাল মিয়া বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। সোমবার বিকেল টায়র্ যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার লাকসামে বিশেষ অভিযান চালিয়ে লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারকে (৫৫) সোমবার রাতে লাকসাম স্টেডিয়াম এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাহার উদ্দিন বাহার লাকসাম পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ছিলেন।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সেকান্দার সিকদার (৬০) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেকান্দার সিকদার নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষকলীগের সাধারন সম্পাদক।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে দীপংকর রাহা বাপ্পী (৫৫) নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। দীপংকর রাহা বাপ্পী পৌর শহরের বলাকা মোড়ের মৃত দিলীপ রাহার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক। মঙ্গলবার বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে দন্ডাদেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনতাছির হাসান খান। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিদর্শক জাহানারা খাতুন, এএসআই হাফিজুর রহমান ও জিলস্নুর রহমান। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা কর্তৃক উপজেলার শলুয়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ পেড়িখালী গ্রামের মলয় মন্ডল(৩৭) ও ৪৫০ গ্রাম গাঁজাসহ সাজিয়াড়া গ্রামের আব্দুর রশিদ মোল্যাকে (৪৪) আটক করে।

ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন (৪৫), চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের যুবলীগ নেতা বর্তমান ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন (৩৮) ও সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের আবুল কাশেম (২১)।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ রাহুল হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে বাগআঁচড়া বাগুড়ী এলাকা থেকে তাকে আটক করে। রাহুল কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের সৈয়দ আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, আসামিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে