বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দুই জেলায় আরও ২ লাশ উদ্ধার

আটঘরিয়ায় পাওনা টাকা দিতে না পারায় যুবক খুন

স্বদেশ ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আটঘরিয়ায় পাওনা টাকা দিতে না পারায় যুবক খুন
আটঘরিয়ায় পাওনা টাকা দিতে না পারায় যুবক খুন

পাবনার আটঘরিয়ায় দোকানে বাকি খাওয়ার পর সেই টাকা দিতে না পারায় এক যুবককে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির ও কক্সবাজারের উখিয়ায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাওনা টাকা দিতে না পারায় দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো আটঘরিয়া পৌর এলাকার রুস্তমপুর গ্রামের মৃত নাজমুল হুদার পুত্র নাফিজ কামালকে (২৮)। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৯টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটঘরিয়া বাজারের মুদি দোকানী জাহিদ রুস্তমপুর গ্রামের ওই যুবক নাফিজ কামালের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। নাফিজ কামাল টাকা দিতে না পারায় রাগান্বিত হয়ে মুদি দোকানী জাহিদ একাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী মোটর সাইকেল যোগে ঘটনার দিন রাত ৯ টার দিকে আটঘরিয়া বাজারে নাফিজ কামালকে পেয়ে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। বাজারের লোকজন এসেছে নাফিজকে হাসপাপতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতনদের জন্য পাবনা মর্গে পাঠান।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল শহরের সাবালিয়াস্থ পাঞ্জা পাড়া এলাকায় সড়কের পাশে ড্রেনে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির(৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হতে পেলে মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- নেশাগ্রস্ত অবস্থায় সড়কের পাশে ড্রেনের পানিতে পড়ে তার মৃতু্য হয়ে থাকতে পারে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় জানতে পুলিশের টিম কাজ করছে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার ইনানীতে মোহাম্মদ জুনায়েদ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী শফিরবিল এলাকার একটি বসত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ একই এলাকার মোহাম্মদ আলমের পুত্র।

গ্রামবাসীর ধারণা, প্রেম কিংবা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে