আইনশৃঙ্খলা সভা
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ২১ ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা ও উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাসিক সমন্বয় সভা সম্পন্ন করা হয়। আগামী ২১ ফেব্রম্নয়ারি দিবসটি কিভাবে পালন করা হবে তা নিয়ে সভার সভাপতি ইউএনও কাউছার আহম্মেদ বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিল্যান্ড দিল আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদ, উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
সাধারণ সভা অনুষ্ঠিত
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পরিচালক গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহেরের সভাপতিত্বে ও উপপরিচালক জিয়াউল হক খান লিটনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ওমর আলী, সেক্রেটারী হেলাল উদ্দিন, সাবেক আমীর মুনসুর আলী, তালোড়া পৌর আমীর আব্দুল হাই প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ভূজপুর স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজনে বাংলাদেশ অলিম্পিয়াড -২০২৫ -এর পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া। সংগঠনের সভাপতি আহমেদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পশ্চিম আন্দার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম।
মতবিনিময় সভা
ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি'র দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটনের সঙ্গে কালিহাতী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এ সভা হয়। প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোলস্না মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, কিতাব আলী স্মৃতি ফাউন্ডশনের প্রধান উপদেষ্টা ওয়ারেছুল ইসলাম, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেতলাল থানার এসআই মন্টু রহমান, এসল্যিান্ড জিন্নাতুল আরা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সাবেক সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও অনুপম দাশের সভাপতিত্বে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, লাখাই থানা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা।
হুইল চেয়ার বিতরণ
ম পাবনা প্রতিনিধি
পাবনায় একশ' প্রতিবন্ধী ও বিকলাঙ্গ মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় ও কাতার চ্যারিটেবলের সহযোগিতায় প্রতিবন্ধী বাস, ট্রাক, রিকশা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যেদের এ হুইল চেয়ার বিতরণ করা হয়। সোমবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান শামছুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
বিনামূল্যে চিকিৎসা
ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রম্নপের উদ্যোগে এবং মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির ৩ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা শুরু হয়েছে। সোমবার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন গ্রম্নপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন ইউএনও জাহিদ বিন কাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রম্নপের পরিচালক সৈয়দ একেএম সেলিম, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, অধ্যক্ষ আমির হোসেন প্রমুখ।
বিএনপির সভা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় পযার্য়ে রাখা, আইনশৃংখলা পরিস্থতি উন্নতি, দ্রম্নত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে সভা হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, মোজাম্মেল হক মুকুল, তোফাজ্জল হোসেন টুকু, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২১ ফেব্রম্নয়ারী উদযাপন উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউএনও উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার ওসি সজীব রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ।
রক্তের গ্রম্নপ নির্ণয়
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে রক্তের গ্রম্নপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী বস্নাড ব্যাংকের আয়োজনে কলেজ মোড়স্থ আল-কাওছার মেরিট মাদ্রাসায় সোমবার এ কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার পরিচালক জোনায়েদ আহমেদ। কর্মসূচিতে ৩ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর রক্তের গ্রম্নপ পরীক্ষা করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বস্নাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিউল ইসলাম, সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক লিটু মিয়া, কোষাধ্যক্ষ শিহাবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলছুম, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা প্রমুখ।
কর্মসংস্থান মেলা
ম শ্যামনগর (সাতক্ষীরার) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার সোমবার সমাপনী হয়। কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর ইউএনও রাণী খাতুন। কারিতাস শ্যামনগরের কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে সিআইএমএমএস প্রকল্পের আওতায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমুখ।
ক্রেস্ট প্রদান
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের পালপাড়া সুহৃদের চেয়ারম্যান শিল্পী বণিক এর প্রধান কার্যালয়ে পুণর্জাগরণ সূচিত হয়েছে। সোমবার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুলস্নাহ প্রধান অতিথি হিসেবে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ চেয়ারম্যান শিল্পী বণিক বাজিতপুর সমাজসেবা অফিসার বাবুল মিয়া, মো. কামরুজ্জামান, খোকন বণিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ইন্দ্রজিত দাস।
সাইকেলর্ যালি
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেলর্ যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ওই সাইকেলর্ যালির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্ভাবনী ধারণা উপস্থাপন
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারনা উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গাংনীর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার নাদির হোসেন শামীম, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে মাটি পরীক্ষার মাধ্যমে সারের সঠিক মাত্রা নির্ধারণ ও সম্প্রসারণ সেবার সংযোগ স্থাপন বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস হল রুমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ। আলোচনা করেন একেএম মুর্শেদুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর, ডক্টর হাফিজুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জামালপুর, মাহবুবুল আলম বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর।
যুব প্রশিক্ষণ
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় শান্তি শৃংখলা উন্নয়নে সামাজিক সচেতনতায় যুবদের ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রেদুয়ানুল হালিম। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম মতিন, উপজেলা ইউজিডিপি কর্মকর্তা আছাফুল ইসলাম সিদ্দিকী, গনমাধ্যম কর্মী রানা আহমেদ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ৫০নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনু্িষ্ঠত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। উদ্বোধক ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাকিন বিলস্নাহ। প্রধান শিক্ষক কণিকা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শিক্ষক সেলিম হালদার প্রমুখ।
\হ
প্রস্তুতি সভা
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাদ মাগরিব ধুনট মডেল মসজিদ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলস্নাল হোসেন।
চক্ষু শিবির
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ ফেব্রম্নয়ারী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ১২শ্থ রোগীর লেন্স সংযোজনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চক্ষু শিবিরে নিয়োজিত চিকিৎসক অসিফ হাসান ও জুবায়ের রিয়াদ।
যুব কর্মশালা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে 'শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবালের সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো.কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি-পরিচালক ফজলুল হক ও মাহমুদ আকতার।