বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠনে রাজস্থলীতে নারী সমাবেশ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠনে রাজস্থলীতে নারী সমাবেশ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার লংগদু সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাপ্তাই তথ্য অফিসের ঘোষক সাইফুল আজমের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়ক কুমার তনচংগ্যার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই তথ্য অফিসরে সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, সহকারি শিক্ষিকা সঙ্গিতা তনচংগ্যাসহ বিদ্যালের সহকারি শিক্ষক ও দূর-দূরান্ত থেকে আসা নারী ও কিশোরীরা।

নারী সমাবেশে বক্তারা বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিয়ে, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে