বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে সোমবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, ২২ ইঞ্জিনিয়ার ব্যাটারিয়ন বরিশাল সেনানিবাসের মেজর শোভন শাহরিয়ার এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ঝালকাঠি কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক।
জেলার ৪ উপজেলা থেকে আনসার ও ভিডিপি সদস্যরা সমাবেশে যোগ দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে শিশু একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি ছিলেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, মাগুরা জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরে জেলা কমান্ডেন্ট কার্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমানের সভাপতিত্বে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো.জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন ২৫ মাদারীপুরের পরিচালক আইয়ুব আলী। সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ উপজেলা থেকে ৩০০ আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।