কেরু চিনিকল চত্বরে পাওয়া শক্তিশালী বোমা নিস্ক্রিয় করল সেনাবাহিনী
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে পাওয়া চারটি শক্তিশালী বোমা নিস্ক্রিয় করা হয়েছে। সোমবার বিকেলে কেরু কোম্পানি চত্বরে যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বোমাগুলো নিস্ক্রিয় করে। বোমাটি শক্তিশালী বলে জানিয়েছেন তারা।
এর আগে, গত রোববার কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় তলস্নাশি চালিয়ে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করে যৌথবাহিনী। ২৪ ঘন্টারও বেশি সময় আইন শৃঙ্খলা বাহিনী বোমাগুলো ঘিরে রাখে।
এর আগে গত ১৩ ও ১৫ ফেব্রম্নয়ারি কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে দুটি সাদা এবং লাল টেপ মড়ানো বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। এই নিয়ে আতংক সৃষ্টি হয়। পরে রাতে রাজশাহী থেকের্ যাব এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।