বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাঁশখালীতে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাঁশখালীতে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির মনুমিয়াজী বাজারে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীকে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাছির উদ্দীন সওদাগর নামে এক ভুক্তভোগী। সোমবার সকালে বাঁশখালী উপজেলার এক রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাছির উদ্দীনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন তার ছেলে নাজেম উদ্দীন।

তিনি বলেন, ১৯৯৬ সালে ছনুয়া মনুমিয়াজি বাজারে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জায়গা ভাড়া নিয়ে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন তার পিতা নাছির উদ্দীন সওদাগর। কিন্তু ২০১৮ সালে রাজনৈতিক পেশীশক্তি ব্যবহার করে তার বাবাকে সেখান থেকে উচ্ছেদ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিলস্নুল করিম শরিফী। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় দোকানের কাজ শুরু করলে জিলস্নুল করিম শরীফি তার অনুগত ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের মাধ্যমে পুনরায় কাজে বাঁধা প্রদান করেন। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে