রাজশাহীতে অটোভ্যান চোর সন্দেহে তরুণকে খুঁটিতে বেঁধে নির্যাতন
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজশাহী অফিস
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে ব্যাটারিচালিত অটোভ্যান চুরির অভিযোগে তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়েছেন দুই ব্যক্তি। আশপাশ থেকে আরও কয়েকজন এসে মারেন কিলঘুষি। কাঁদছিলেন ওই তরুণ। এমন দৃশ্য ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন কয়েকজন। গত রোববার দুপুরে এমন ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ওই তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে।
নির্যাতনের শিকার ২৬ বছর বয়সের ওই তরুণের নাম ইকবাল হোসেন। তাঁর বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তার বাবার নাম সাইফুল ইসলাম। সরকারের দেওয়া ঘরে বসবাস করেন ইকবাল।
গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার জানান, বাবা-মা হারানোর পর ইকবাল মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি মানুষিক রোগিও। কাজ না পেলে লোকজনের কাছ থেকে টাকা চেয়ে খান। তবে তিনি কোনদিন চুরি করেছেন এমন রেকর্ড পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে ইকবাল হোসেন নামের এক তরুণ হেঁটে উপজেলা ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। উপজেলার দাসপাড়া গ্রামের এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া অটোভ্যান চুরির অভিযোগে ইকবালকে আটক করেন। ভবানীগঞ্জ বাজারে নিয়ে তাকে একটি মিষ্টির দোকানে আটকে রেখে মারধর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাজারের লোকজন সেখানে ভিড় করে তারাও মারধরে অংশ নেন। বাজারে ৩০ মিনিট ধরে পিটুনির পর ভিড় এড়াতে ইকবালকে বাজারের আলুহাটায় উন্মুক্ত স্থানে নিয়ে আসেন বিক্ষুব্ধ লোকজন। সেখানে তাকে আরও আধাঘন্টা রেখে মারধর করা হয়।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সিমেন্ট দিয়ে তৈরি একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই তরুণকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। কীভাবে অটোভ্যানটি চুরি করা হয়েছে তার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় ওই তরুণ নিজেকে নিরপরাধ দাবি করেন।
দাসপাড়া গ্রামের ওই ভ্যানচালক বলেন, গত শুক্রবার ভবানীগঞ্জ বাজার থেকে তার একটি অটোভ্যান চুরি হয়েছে। ওই দিন ভ্যানের খোঁজ করতে গিয়ে তার হারিয়ে যাওয়া ভ্যানের যাত্রী হিসেবে ইকবাল হোসেনকে দেখেছেন। তবে চোখের আড়াল হওয়ায় আর ধরতে পারেননি। রোববার ভবানীগঞ্জ বাজারে এলে তাকে চিনতে পেরেছেন। শুক্রবার চুরি যাওয়া ভ্যানে যাকে দেখেছি তার চেহারার সঙ্গে মিল থাকায় তাকে ধরেছি। এর আগে তার আরেকটি অটোভ্যান চুরি হয়েছে বলেও জানান তিনি।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, চেহারায় মিল থাকায় চোর সন্দেহে ধরে ওই তরুণকে মারধর করেছেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। তিনি অটোভ্যান চুরি করেছেন এমন কোন প্রমান পাওয়া যায়নি। এছাড়াও তিনি মানুষিকভাবে অসুস্থ্যও।