মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে শ্রীনগরের কামাড়খোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত।
এ সময় একই লেনে পেছনে আসা ইমাদ পরিবহন ও অন্য আর একটি বাস পরপর পেছন থেকে একে একে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। মূলত ঘনকুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে।