বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

৩১ দফা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য -এহসানুল হুদা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
৩১ দফা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য -এহসানুল হুদা

তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। গত রোববার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হিলচিয়া ইউনিয়নের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুজ্জামান বাবু। বক্তব্য রাখেন জেলা যুব দলের সহ-সভাপতি শাহ আলম কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিরুজ্জামান শরিফ, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, আশরাফুল আলম আশরাফ, নিকলী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, সোহরাব উদ্দিন, ছাত্রদল সভাপতি আল মাসুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে