বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানী

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানী

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রস্তাবিত ও চলমান প্রকল্পের উপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হলরুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। নদীতীরের ভুক্তভোগী জনগন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা গণশুনানীতে অংশ গ্রহন করেন। এসময় তারা বিভিন্ন প্রকল্পের বিষয়ে মতামত দেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সিরাজগঞ্জ জেলাকে যমুনাসহ ১৬টি নদীভাঙন থেকে রক্ষা এবং প্রকল্পসমূহের বাজেট বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনূর আলম, শহরের ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মজিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজাদপুর উপজেলার প্রতিনিধি আল মামুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে