বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
চার জেলায় সড়কে বাবা ছেলেসহ আরও ৫ মৃতু্য

ধামরাইয়ে মোটর সাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

স্বদেশ ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ধামরাইয়ে মোটর সাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত
ধামরাইয়ে মোটর সাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

ঢাকার ধামরাইয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী, রংপুরের মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক, পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় বাবা-ছেলে এবং কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্র নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মারা গেছেন তিনজন। তারা হলেন- বাবুল হোসেন (৩০), তার স্ত্রী শারমিন আক্তার (২৮) ও সুভাষ লোহাকার (৭৪)। গত রোববার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহন চাপায় নিহত হন মোটর সাইকেল আরোহী দম্পত্তি। নিহত বাবুল ও শারমিন দম্পত্তি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তারা ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে বাড়ি ফেরার পথে বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পত্তি। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শফি মিয়া (৫৫) নামের এক পেয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। আহত হয়েছেন মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও এক ব্যবসায়ী।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটর সাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলেন।

পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌছালে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে দুইজন গুরুতর আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ওই কৃষকের নাম শাহাদাত হোসেন সাদা মিয়া (৫০)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বানিনাথপুর গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে।

সোমবার সকালে বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম মাঠেরহাট এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীয় ও স্থানীয়রা জানান, শাহাদত হোসেন সকালে কৃষিকাজ করার বের হন।

পথে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝঁগ্রাম-মাঠেরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিঠাপুকুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃতু্য হয়েছে। সোমবার সকালে ইমাদ পরিবহনের চাপায় নাজিরপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হল মাহাবুব হোসেন মোলস্না (৪২) ও ইয়াদ আলী মোলস্না (১৭)।

নিহতের ভাই বুলবুল আহম্মেদ বলেন, প্রতিদিনের মত সকালে মাহাবুব ও তার ছেলে ইয়াদ ফল কেনার জন্য বাড়ি থেকে বের হন। নাজিরপুর-ঢাকা সড়কের চিথলীয়া পর্যন্ত গেলে ইমাদ পরিবহনের একটি গাড়ি পেছন থেকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে ডাক্তার খুলনা পাঠান। খুলনা যাবার সময় এম্বুলেন্স তারা মারা যান।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভুইয়া বলেন, সোমবার সকালে একটি বাস ও ভ্যানে দুর্ঘটনা ঘটেছে। ইমাদ পরিবহনের একটি গাড়ি আটক করা হয়েছে।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, পার্শ্ববর্তী মাঠে পান বরজে কর্মরত বাবাকে খাবার দিয়ে শাকিব সাইকেল চালিয়ে শালিমপুর বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দৌলতপুর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে