বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দামুড়হুদায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ দুই লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দামুড়হুদায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
দামুড়হুদায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে ককস্বাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মাঠে মাসুদ রানা রঞ্জু (২৩) নামের এক মাস্টার্স পড়া ছাত্রের এলো পাতারি কোপানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। নিহত রঞ্জু বদনপুর গ্রামের আজিজু রহমান মীরের ছেলে।

গত রোববার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে সংবাদের সত্যতা পান।

নিহতর পিতা আজিজুর মীর বলেন, 'গত রোববার সকাল ৯টার দিকে মাঠে ভুট্টা ক্ষেতে পানি দিতে যান রঞ্জু। দুপুরে আমি রঞ্জুর জন্য খাবার নিয়ে মাঠে গিয়ে তাকে খুঁজে পাইনি। এসময় তার মোবাইলে কল দিলেও রিসিভ না হওয়ায় আমি বাড়ি ফিরে আসি। সন্ধ্যায় মাগরিবের পরেও যখন রঞ্জু বাড়ি না আসে, তখন ছেলেকে মাঠে খুঁজতে যাই। পরে ভুট্টা ক্ষেতের মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে মাটিতে পরে থাকতে দেখি।'

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত দেখতে পাওয়া গেছে। পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নারীসহ দুইজনের মৃতু্য হয়েছে। এরমধ্যে প্রতিপক্ষের হামলায় নুর হাহিম (৪০) ও বিষপানে মারোয়ারা আক্তার (১৫) নামক কিশোরী মারা যান।

গত রোববার রাতে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ডি/৩১ বস্নকে মনোয়ারা বিষপানে আত্মহত্যা করে। একই ক্যাম্পে বসবাসরত শামসুল ইসলামের কন্যা।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, পারিবারিক কলহের জের ধরে বিষপান করলে পরিবারের সদস্যরা মনোয়ারাকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। কক্সবাজার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃতু্য হয়।

অন্যদিকে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে নুর হাকিম নামের (৪৫) এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় তাজুনিমার খোলা ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ বস্নকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা একই ক্যাম্পে বসবাসরত মোঃ নুর ইসলামের পুত্র।

৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, রোহিঙ্গাদের দুই গ্রম্নপের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে আঘাত করলে নুর হোসেন মারাত্মক আঘাত পান। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে