'ডেভিল হান্ট':৯ জেলায় গ্রেপ্তার ৬১

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
অপারেশন ডেভিল হান্টে ১০ জেলায় ৬১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে দুই, বাগেরহাটে ৯, কুড়িগ্রামের চিলমারীতে এক, কক্সবাজারের চকরিয়ায় এক, উখিয়ায় দুই, নেত্রকোনার দুর্গাপুরে ৩, সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক, পটুয়াখালীর মির্জাগঞ্জে এক এবং ফেনীর পরশুরামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও ৩৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর একটার দিকে সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। রাজশাহী অফিস জানায়, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলী ও আড়ানি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিেেক গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম রাজশাহী মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা, মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের আরও ৯ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। গত রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বাগেরহাটের পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক কাজী মো. শহিদুজ্জামান জানান, বাগেরহাট সদর থানায়-২ জন, মোড়েলগঞ্জ থানায় ৩জন, কচুয়ায় ২জন, চিতলমারীতে-১জন ও ফকিরহাট থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানের গেল ১০ দিনে বাগেরহাট জেলায় মোট ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে নাশকতা ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে যুবলীগের সাবেক নেতা রেজাউল করিম খুশুকে। সোমবার সকালে বালাবাড়ীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিলমারী থানার ওসি মোশাহেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় গ্রেপ্তার করা সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইনকে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশীয় এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাইন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাতে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। নবী হোছাইন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কোরালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। জানা যায়, গত ১৫ ফেব্রম্নয়ারী হত্যা, ডাকাতি, পুলিশ এসল্ট ও গরু চুরিসহ বিভিন্ন মামলায় ওয়ারেণ্টভুক্ত আসামি নবী হোছাইনকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে চকরিয়া থানা হস্তান্তর করা হয়। থানা পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তাদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী। আইনী প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোর্পদ করেছে পুলিশ। এর আগে গত রোববার সকালে উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছাঃ তানিয়া (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মোঃ সুমন (২২)। দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, 'মাদকদ্রব্য আইনে মামলার মাধ্যমে তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আমরা আদালতে সোর্পদ করেছি।' শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয়কলস ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমেদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাছুম উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালামের পুত্র। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২০হাজার পিস ইয়াবা ও ১০ রাউন্ড পিস্তলের গুলি নিয়ে মহিলাসহ গ্রেপ্তার হয়েছে ২ জন। গত রোববার রাতে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে- যৌথ অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। গ্রেপ্তাররা হলেন- ৯ নম্বর ক্যাম্পের সি বস্নকের আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) ও জি-১০ বস্নকের জামালের স্ত্রী আসমা আক্তার (২০)। সম্পর্কে তারা দেবর-ভাবি। অভিযানের সত্যতা নিশ্চিত করে ব্যাটেলিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঁঠালতলী ফাঁড়ির পুলিশ। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালতলী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির বসত ঘর থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি হচ্ছেন ১নং মাধবখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে লিটন (৪০)। পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরাম থানা পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকার টঙ্গীর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পিঙ্কুকে (২৭) গ্রেপ্তার করেছে। একই রাতে পুলিশ বক্সমাহমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি গোলাম সরোয়ার সুজনকে গ্রেপ্তার করে। তিনি বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুর রবের ছেলে। তাদের ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আবদুর রহমান পিংকুকে পরশুরাম পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের শামসুদ্দিনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার টঙ্গী থানার ৫৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।