বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
আবু সাঈদ হত্যা

ইসলামপুর থেকে গ্রেপ্তার আসামি ইমরান চৌধুরী

জামালপুর প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
.

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুলস্নাহ সাইফ জানান, শনিবার রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার শাহনেওয়াজ চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়া চক্রের রংপুর শাখার সভাপতি। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগেরও সদস্য। ইমরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে