বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পুরষ্কার বিতরণ

\হস্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. আল আমিন কবির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার প্রমুখ।

উপকরণ বিতরণ

\হহরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থা সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে অনুষ্ঠানে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা প্রতিনিধি এসআই কেএম সাদ্দাম হোসেন, কোর্স পরিচালক উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।

সাংস্কৃতিক অনুষ্ঠান

\হকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ছানাউলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।

আহ্বায়ক কমিটি

\হদেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দেবিদ্বার পৌর শাখার ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে কুমিলস্না উত্তর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক লিয়াকত আলী খান এবং সদস্য সচিব ফজলুল সাত্তার স্বাক্ষরিত কমিটিতে ইব্রাহীম খলিলকে আহ্বায়ক এবং আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে। অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, মেহেদী হাসান, সুমন মিয়া, আমিন হোসেন, সবুজ, কাজী শাহাদাত, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, এমরান হোসেন, সুমন সরকার, মামুন।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জন প্রশিক্ষণার্থী দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রোববার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজেসেবা জেলা কার্যালয়ের উপপরিচালক ময়নুল হক, থানার ওসি আব্দুস ছবুর, সমাজেসেবা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মনির হোসেন, প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান, সদস্য সচিব তাজুল ইসলাম প্রমুখ।

ঈদে মিলাদুন্নবী

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বডঘোনা হযরত আবু বকর ছিদ্দিক (রা.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও হযরত আলী (রা.) মডেল হিফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার সকাল থেকে রাত অব্দি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পবিত্র খতমে কোরআন ও মাদ্রাসা প্রবাসী পরিষদের চেয়ারম্যান আবুল হোসানের সার্বিক সহযোগিতায় পবিত্র বোখারী শরীফ খতম অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর কার্যক্রম শেষ হয়। এ সময় ঈদে মিলাদুন্নবীতে মাওলানা সেকান্দর আহমদ আজমীর সভাপতিত্বে মাওলানা মোজাম্মেল হক কাদেরীর সঞ্চালনায় বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম রেজভী, অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দিন তৈয়বী প্রমুখ।

বিদ্যালয় পরিদর্শন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার পরিদর্শন করেন আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি শ্রেণি কার্যক্রম,ফলাফল,শিক্ষক- শিক্ষার্থীর হাজিরা খাতাসহ সব ধরণের নথি, শ্রেণি কক্ষ, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন মিঠু, হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক মুক্তি রাণী, রোকনুজ্জামান, রায়হানা ইয়াসমিন, আব্দুলস্নাহ আল মাহমুদ প্রমুখ।

পিঠা উৎসব

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে রোববার দিনব্যাপী শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে এ উৎসবের আয়োজন করা হয়। প্রতিটি স্টলে ভিড় জমিয়েছেন পিঠাপ্রেমীরা, স্বাদ নিচ্ছেন ঐতিহ্যের।

উৎস আমাদের কাছে খুব ভালো লেগেছে। আয়োজক শাহিনুর আলম লিটন জানান, নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আর বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এ আয়োজন।

মেডিকেল ক্যাম্প

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মরহুম শরিফুন্নবী মো. বাপুর ৫ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিচার বিভাগের জেলা ও দায়রা জজ, বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান ও মরহুমের ভাই নুরুল আলম মোহাম্মদ নিপুর উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিচার বিভাগের জেলা ও দায়রা জজ ও বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু, কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান, কেন্দুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।

যৌথ প্রস্তুতিসভা

ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৮ ফেব্রম্নয়ারি যশোর আসবেন। তার আগমনকে ঘিরে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। শনিবার বিকেলে সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুসা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ প্রমুখ।

স্বাস্থ্য ক্যাম্প

ম মনপুরা (ভোলা) প্রতিনিধি

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে ভোলার মনপুরায় বিনামূল্যে 'মানসিক স্বাস্থ্য ক্যাম্প' পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার এই স্বাস্থ্য দেবা দেন। রোববার উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্প শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেলের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে ডাক্তাররা হলেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, ডা. রয়েল, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডা.তৈয়বুর রহমান, ডা. মো. আরিফুজ্জামান প্রমুখ।

ভিডিপি প্রশিক্ষণ

ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর বুড়িঘাটে 'গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ' শুরু হয়েছে। শনিবার উপজেলার বুড়িঘাট পূনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, প্রশিক্ষিকা সুখু বড়ুয়া, উপজেলা পস্নাটুন কমান্ডার আব্দুল আজিজ, বুড়িঘাট ইউনিয়ন দলনেত্রী রিজিয়া বেগম, ১৬নং হিল ভিডিপি পস্নাটুন কমান্ডার নুরুল হক প্রমুখ।

দাওয়াতি জনসভা

ম দেলদুয়ারে (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় আটিয়া দরগাপাড়া এলাকায় এক দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটিয়া ইউনিয়ন শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা আল মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডক্টর ফোরামের জেলা সভাপতি ডাক্তার এ কে এম আব্দুল হামিদ, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মির্জা রাশেদুল হাসান জুয়েল, জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

শপথ গ্রহণ

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা কাজী আজিজুল করিম। শপথ গ্রহণ করেন পুনরায় নির্বাচিত সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ সভাপতি সোহেল রাশেদ জনি, সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, ৮ পরিচালক যথাক্রমে শাহীন গাজী, মনিরুল ইসলাম, মোশাররফ হোসেন, নুরু গাজী, রাজীব কুমার মন্ডল প্রমুখ।

ডিজিটাল বুথ উদ্বোধন

ম রাজশাহী অফিস

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ডিজিটাল বুথ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। রোববার মহানগরীর আলুপট্টি মোড়ে দৈনিক বার্তা ভবনে এই ডিজিটাল বুথের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চল প্রধান সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্যা। পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতিমধ্যে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিনত হয়েছে জানিয়ে মোহাম্মদ আহছান উল্যা বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ বড় আকারে বিনিয়োগ সক্ষমতাও তৈরি করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে।

নকল প্রসাধনী জব্দ

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল বাজারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী রাখা ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই অভিযান চালান। অভিযানে ঘাটাইল বাজারের নাবিল এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং মাহির এন্টারপ্রাইজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা নকল প্রসাধনী মজুদ ও বিক্রির পায়তারা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল বাজারে অভিযান পরিচালনা করে দুটি ডিলারকে জরিমানা করা হয়েছে।

নার্সারিবিষয়ক প্রশিক্ষণ

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মৎস্যজীবীদের কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রোববার উপজেলার গচ্ছাবিল বাজার সংলগ্নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। এছাড়াও কার্প জাতীয় মাছের নার্সারি ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও মাঠ সহকারী মিলন কৃষ্ণ চাকমা।

বার্ষিক ক্রীড়া

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজে রোববার বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি মহাসচিব জাকির হোসেন, প্রাক্তন সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, সাবেক অধ্যক্ষ কৃষাণ নারায়ণ চৌধুরী সহ যুবদল, ছাত্র দল। পরে বিকেল ৩টায় পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ফারুক আহম্মেদ।

প্রস্তুতিমূলক সভা

ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি

আজ সোমবার বগুড়া জেলা বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে গত রোববার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আবু হাসনাত সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুলস্নাহ আকন্দ, শ্যামল তরফদার, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, সহ-দপ্তর সম্পাদক লিটু, সহ-প্রচার আব্দুলস্নাহ প্রমুখ।

দোয়া অনুষ্ঠিত

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান রানার স্মরণসভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেস ক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক আব্দুর রহমান রানা, সাংবাদিক দিদার হোসেন শুভর বাবা ও আরিফুল ইসলাম সাকিলের বাবার মৃতু্যতে শোক ও দোয়া করা হয়। প্রেস ক্লাব হলরুমে সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন দিনকাল পত্রিকার প্রতিনিধি আতাউর হোসেন রতন, কালবেলা পত্রিকার প্রতিনিধি দিদার হোসেন শুভ, গণমুক্তি পত্রিকার প্রতিনিধি আলী আহম্মেদ চৌধুরী, ট্রাইবুনাল পত্রিকার প্রতিনিধি শহিদ শেখ পাখি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে