৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোন সদরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়ক, বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক, বাবুছড়া ব্যাটালিন (৭ বিজিবি) অধিনায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সামরিক-বেসামরিক অফিসার ও বিভিন্ন পদবির বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।