নাটোরের সিংড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইব্রাহিম (৩২) ইলাহী (২৭) সোহেল (১৯) নাসিম (২২) সাহাদত (৩৯) আবজাল(৪৪) রফিকুল (৪৮) মান্নান (৫৮) সাকিল (১৭) ফরিদ (৩৮) আলামিন (১৭) হনুফা (৪২)।
জানা যায়, দীর্ঘদিন যাবত সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ী গ্রামে জমি নিয়ে জমসেদ ও জিয়াদ দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই এক পর্যায় শনিবার রাতে জমিতে সেচ দেওয়া নিয়ে দুইপক্ষের মারামারি ও গুলি ছড়াছড়ির ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।