বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কটিয়াদীতে ১০ বছর পর চাকরি ফিরে পেলেন মাদ্রাসা সুপার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কটিয়াদীতে ১০ বছর পর চাকরি ফিরে পেলেন মাদ্রাসা সুপার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা আওয়ামী লীগ নেতার রোষানলে পড়ে চাকরি হারিয়ে ১০ বছর পর ইউএনও'র নির্দেশে স্বপদে পূনর্বহাল হলেন। রোববার সকালে উপজেলার জামায়াত, বিএনপির নেতাকর্মী ও এলাকার লোকজন ফুলের মালা দিয়ে সুপারকে স্বপদে বসান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা এমএ মান্নানের অনৈতিক কাজে মাদ্রাসার সুপার গোলাম মস্তোফা রাজি না থাকায় ২০১৪ সালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বরখাস্ত হওয়া সুপার সুবিচারের জন্য আবেদনের প্রেক্ষিতে ইউএনও মাঈদুল ইসলামের নির্দেশে রোববার সকালে মাদ্রাসায় যোগদান করেন মাওলানা গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী পৌর যুবদলের সভাপতি প্রিন্স আজিজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে