অপারেশন ডেভিল হান্ট ও ধর্ষণ মামলায় ছয় জেলায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীল সদস্যরা। এর মধ্যে শুধু চট্টগ্রামেই আওয়ামী ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার হন। এছাড়া নাটোরের সিংড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বগুড়ার দুপচাঁচিয়া ও কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রাম নগরের ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০), মো. মাসুম (২৯), আশরাফ উদ্দিন অশিক (৩৫), রুপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), মো. ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), মো. মাহাবু আলম প্রকাশ মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), ফজলুল হক (২৬), মো. জসিম উদ্দিন (৫২), মো. সাইফুল ইসলাম (৪২)। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-মো. সাইদুর রহমান নাকিব (২৫), মো. শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), মো. শফিউল আলম (৪২), আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
নাটোর ও সিংড়া প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা জুবায়ের আহমেদ জয় ও বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা এলাকা থেকে জুবায়েরকে এবং লক্ষীকোল নিজ বাড়ি থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জুবায়ের আহমেদ জয় সিংড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি পৌর শহরের সরকারপাড়া মহলস্নার মৃত হামিদুর রহমান নুরুর ছেলে। আর ইমরান হোসেন বড়াইগ্রাম পৌরশহরের লক্ষীকোল এলাকার রেজাউল করিরে ছেলে এবং পৌর ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সেক্রেটারী।
সিংড়া থানার ওসি আসমাউল হক ও বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে শনিবার মামলাটি করেন। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড ঝাউগড়া এলাকায় শনিবার। এ ঘটনায় একমাত্র আসামি একই গ্রামের শফিককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত কাশেমের পুত্র।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলা গ্রহণের পর পরই অভিযুক্ত শফিককে গ্রেপ্তার করা হয়েছে।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে ছাত্রলীগের সর্মথক কর্মী চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ তন্ময় আহম্মেদ জয়কে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় গ্রাম থেকে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, মোবাইল ফোন ও একটি ছুরিসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবক ছাত্রলীগের সমর্থক কর্মী জিলস্নুর রহমানের ছেলে তম্ময় আহম্মেদ জয় (২০)।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, দেশজুড়ে চলমান 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফিরোজ হোসেন রুবেল (৩৫) ও মোহাম্মদ তানভীর (২৯) নামে দুই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার রাতে চরপার্বতী কেটিএম হাট ও বসুরহাট পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ফিরোজ হোসেন রুবেল চরপার্বতী ১নং ওয়ার্ডের মোশাররফ হোসাইনের ছেলে এবং মোহাম্মদ তানভীর বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় এক নাবালিকা মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে সাগর ওরফে মামুন (২৭) নামের এক যুবককে রোববার ভোর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মামুন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাঁচকুপি সাহারপুকুর এলাকার আলীমের ছেলে। এ ঘটনায় ভিকটিমের পিতা শনিবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকুকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত ২টায় পুলিশের বিশেষ টিম ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নাগেশ্বরী থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গাড়ি ভাঙ্গচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।