নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত জেরে ঠাকুর দাস গং দ্বারা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাগুলো প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সহদেব গং নামে এক ভুক্তভোগী পরিবার। রোববার সকালে উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি ঠাকুর দাসের পরিবারের সদস্যরা সহদেবের পৈতিক জমিজমা নিয়ে বিরোধ করে আসছে। এরই জের ধরে বিভিন্ন সময় মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করে আসছে। হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহার সহ অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।