বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নানা দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন ও বিক্ষোভ

স্বদেশ ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নানা দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন ও বিক্ষোভ

নানা দাবি ও প্রতিবাদে পাঁচ জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্তীকরণ, কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপন, পাবনায় বন্ধ সিএনজি পাম্প চালু ও নওগাঁর বদলগাছীতে দুই পাশে জমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বাগেরহাটে সাংবাদিক রাকিবুল হাচানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)'র ঝিনাইদহ ক্যাম্পাসের জনবলস আত্তীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সংক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. তারেক মুসা, ডা. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান, আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝন্টু মেম্বার প্রমুখ।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ধরলা ও ব্রক্ষপুত্র নদবেষ্ঠিত উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মন্ডলের হাট প্রশাসনিক থানা উপজেলার দাবি করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্‌ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফতাব উদ্দিস, স্থানীয় বিএনপি নেতা নুরেআলম সিদ্দিকি, মেহেদি হাসান মারুফ প্রমুখ।

পাবনা প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছেন থ্রি হুইলার অটোরিকশা চালকরা। রোববার দাশুরিয়া আকিজ ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত সব গাড়ির চালকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন সিএনজি অটোরিকশা চালক ফিরোজ হোসেন, তুহিন সরদার, মাসুম হোসেন, তুষার শেখ, আব্দুল কুদ্দুস প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে রাস্তার দুই পাশে জমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন করেছে রাস্তার দুই ধারের বসবাসকারীরা। রোববার উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করেন ভূক্তভোগীরা। ভূক্তভোগী বেলাল হোসেন, টিটু, হিমেল, সাথী আকতার, আলামিন, বাবু মেহেদী, গোলাম রাব্বানী, জহুরুল ও মোসার্রফ হোসেন প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তব্য তারা বলেন- রাস্তার দুই পাশে সমানভাবে অধিগ্রহণ করা হলে তাদের কোন আপত্তি নেই।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি। জানান, বাগেরহাটে সাংবাদিক রাকিবুল হাসানের সঙ্গে অসদাচরণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে গনমাধ্যমকর্মীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, মোলস্নারহাট প্রেস ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, দেশ টিভির বাগেরহাট প্রতিনিধি এসএস শোহান, দীপ্ত টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মামুন আহমেদ, কে টিভি ২৪ ও সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুল, আমার দেশের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মিরানুজ্জামান, দৈনিক অভয়নগর পত্রিকার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন রতন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে