বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মাধবদীতে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাধবদীতে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন

নরসিংদীর মাধবদীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্ব ভাবে জমি দখল, মালামাল লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গত শনিবার বিকেলে মাধবদী থানা প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাইফুল রহমান, লোকমান হোসেন, আতিকুর রহমান, রিফাত হোসেন, মুক্তি বেগমসহ পরিবারের সদস্যবৃন্দ।

ভুক্তভোগীরা বলেন, নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে ভুয়া খারিজ ব্যবহার করে তাদের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করে নেয়, গাছপালা কেটে পুরনো স্থায়ী স্থাপনা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় অভিযুক্ত আমিনুল ইসলাম(৪০), মো. মাসুদ মিয়া(৩৭), শামিম কবির লিটন(৩৭), খোকন মিয়া (৩৫), মো. হারুন মিয়া, মিয়া(৩৬), মতিন মিয়া(৪৫), আবু কালাম(৩০), সাইফুল ইসলাম(২৬) ও আবু সাঈদ(৩০) ও আরিফ মিয়া(৩৮) সহ তাদের লোকজন। এসব বিষয়ে আইন প্রশাসনকে অবগত করেও কোন প্রতিকার পায়নি তারা। এমতাবস্তায় নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় করে সংবাদ সম্মেলন করেতে বাধ্য হয় ভুক্তভোগী পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে