গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের পূর্ব গিলাশ্বহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা খাতুন (৫৫) ওই গ্রামের অটো চালক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমেনা। রোববার ভোরে স্বামী অটোরিকশা নিয়ে বাইরে চলে যান।
এসময় নিজের গয়না ও কিছু টাকা ছেলের বউয়ের কাছে রেখে বাইরে বেড়াতে যাবেন বলে জানান আমেনা। পরে নিজের ঘরে গিয়ে বাঁশের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে মান অভিমানে মানসিক চাপে বিকারগ্রস্ত ছিলেন আমেনা। হয়তো এ কারণেই আত্মহত্যা করেছেন তিনি।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।